Thursday, November 17, 2016

দাজ্জালের আবির্ভাব ও ফুল মুন এবং ইহুদি ধর্ম গুরুদের ভবিষ্যৎবাণী

ইহুদিরা সব সময় ফুলমুনের ঘটনার সাথে নিজেদের বিজয়কে একসূত্রে গেথে রাখে।
তাদের ধর্মগুরুদের বিশ্বাস হচ্ছে ৩০ তম ফুলমুনের পর তাদের প্রত্যাশিত মাসীহ এর আগমন হবে। তাদের প্রত্যাশিত মাসীহ হচ্ছে দাজ্জাল। তারা বিশ্বাস করে যে, মাসীহ (দাজ্জাল) এসে তাদেরকে দুনিয়ার বাদশাহী দান করবে। তাদেরকে মুক্তি দিবে। তারা মুক্তির জন্য প্রহর গুনছে। কবে ফুল মুন হবে?? কবে সারা বিশ্বে তাদের রাজ্যত্ব সৃষ্টি হবে?? তাদের বিশ্বাস হচ্ছে ৩০ তম ফুল মুনের পরবর্তি ১০ বছরে গোটা বিশ্ব তাদের একক নিয়ন্ত্রন থাকবে। এর আগে ফুলমুন হয়েছিল ১৯৪৮ সালে।। যা ছিল স্বরণ কালের শ্রেষ্ঠ ফুল মুন।। আর সেই বছর তারা মুসলিম ভূমি দখল করে ইসরাইল নামক রাষ্ট্রের জন্ম দেয়। সেইটা ছিল ২৯ তম ফুল মুন তাদের গণনা অনুযায়ী।আর গত ১৪ নভেম্বর ২০১৬ দেখা গেল ৩০ তম ফুল মুন। তাহলে কি ইহুদিরা তাদের চুড়ান্ত লক্ষের দিকে এগিয়ে যাচ্ছে??? যদি তাই হয়,, তাহলে দাজ্জালের আগমন ও খুব কাছাকাছি।
১৯৪৮ সালের ফুল মুনের পর ইহুদিরা যেভাবে ইসরাইল নামক রাষ্ট জন্ম দেয়, তদ্রুপ ২০১৬ ফুলমুনের মাধ্যমেও তাদের প্রত্যাশিত মাসিহের আগমন গনিয়ে এসেছে।
ইতিমধ্যে আমরা সবাই জানি, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের মাধ্যমে মূলত ইহুদিবাদেরই বিজয় হয়েছে। তাহলে কি দাজ্জাল আগমন কি মোটামুটি চুড়ান্ত পর্যায়ে পোঁছে গিয়েছে????
দাজ্জাল ও ইমাম মাহদি বিষয়ে সারা বিশ্বের ওলামায়ে কেরামের কোরান ও হাদীসেএ গবেষনা অনুযায়ী বলছিলেন যে, ২০১৭ সাল হবে উম্মাতে মুসলিমার জন্য খুবই ভয়াবহ একটি বছর।
২০২১-২০২৭ সাল হতে পারে ৩য় বিশ্বযুদ্ধ (মালহামা) ও দাজ্জালের আত্মপ্রকাশ।।।
আজ আমি খুবই অবাক হচ্ছি,
মুসলিম ওলামায়ে কেরামের গবেষনা বলে যে, ২০২১ থেকে ২০২৭ সাল নাগাদ হতে পারে ইমাম মাহদি আবির্ভাব। আর এই দিকে ইহুদি পাদ্রীদের ভবিষ্যৎ বাণী অনুসারেও ২০১৭ সাল থেকে ২০২৮ সালে হবে ইহুদিদের চুড়ান্ত বিজয় দাজ্জাল আবির্ভাব।চুড়ান্ত বিষয় একমাত্র মহান আল্লাহ ভাল জানেন।
আসুন বেশি বেশি সূরা কাহফ তেলাওয়াত করি।
মহান আল্লাহ আমদের কে দাজ্জাল থেকে হেফাজত করুন।
(*কপি পোস্ট
---মোঃ জাহিদুল করিম সবুজ)

No comments:

Post a Comment